
মেসিদের রুখতে প্রস্তুত ওচোয়া
প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ০৯:৫৭ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ০৯:৫৭
স্পোর্টস ডেস্ক

মেক্সিকোর গোলরক্ষক গিলার্মো ওচোয়া
মেক্সিকোর গোলরক্ষক গিলার্মো ওচোয়ার চোখে মেসি হলেন সর্বকালের সেরাদের অন্যতম। তবে মেসির আর্জেন্টিনাকে ঠেকাতে সম্পূর্ণভাবে প্রস্তুত তারা। নিজেদের বাঁচা-মরার ম্যাচে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ফেভারিট দল আর্জেন্টিনা। সৌদি আরবের সঙ্গে বাজে হারের পর নকআউট পর্বে কোয়ালিফাই করতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে জয় প্রয়োজন আর্জেন্টিনার। বিশ্বকাপের পরবর্তী ধাপে কোয়ালিফাই করার জন্য ম্যাচটি একইভাবে মেক্সিকোর কাছেও গুরুত্বপূর্ণ।
এমন ম্যাচে মেসির সামনে বাধা হতে পারেন মেক্সিকোর গোলরক্ষক গিলার্মো ওচোয়া। বয়সের বিচারে ক্যারিয়ারে পড়তি সময় চলে এলেও পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি ঠেকিয়ে তিনি জানিয়ে দেন তার ঝাঁজ।
মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও তাকে হতাশ করতে মরিয়ে হয়ে আছেন তিনি। মহারণের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের সেরা খেলোয়াড় নিয়ে শ্রদ্ধা ঝরে ওচোয়ার কণ্ঠে, 'মেসির মধ্যে জাদু আছে, মনে হবে সে কিছুই করছে না হুট করে সব কিছু আবার বদলে দেবে। মেসি যদি বিশ্বসেরা নাও হয়, সে সেরাদের একজন। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।'
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলেও আশা টিকে থাকবে মেক্সিকোর। হেরে গেলে পড়তে হবে কঠিন সমীকরণের মারপ্যাঁচে। ওচোয়া সাহস করেই বললেন, কঠিন প্রতিপক্ষকে হারাতে আত্মবিশ্বাসী তারা, 'আমি কখনো বলব না এরা কঠিন তাই এদের বিপক্ষে খেলতে চাই না। আমি বরং তাদের বিপক্ষে খেলতে চাই। এবং তাদের হারাতে চাই।'
শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com