
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত, স্বামী আহত
প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ১২:৫৬ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ১২:৫৬
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

আসমা আক্তার
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (৩৫) নামের রূপালী ব্যাংকের কর্মকর্তা এক নিহত হয়েছেন। এতে তার স্বামী আশরাফুল ইসলাম আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার রুপালী ব্যাংকের নরসিংদী করপোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন। তার স্বামী আশরাফুল ইসলাম বেসরকারি চাকরিজীবি। তারা নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে চড়ে কিশোরগঞ্জে যান আসমা আক্তার। সেখানকার হারুয়া এলাকার পাগলা মসজিদে নামাজ পড়ে বিকেলের দিকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হন তারা দুজন। সন্ধ্যা ৭টার দিকে তাদের বহনকারী মোটরসাইকেলটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপর উপজেলার বান্দারদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আশরাফুল ও আসমা। এ সময় গাড়িটি আসমাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুজনকে গুরুতর অবস্থায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন এবং আশরাফুলকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
শিবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ফারহানা আহমেদ জানান, আসমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে আশরাফুল নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
নিহত আসমার ছোট ভাই বিল্লাল হোসেন জানান, ছুটির দিন হওয়ায় স্বামী-স্ত্রী মিলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে গিয়েছিলেন। ফেরার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার বোন নিহত হন।
শিবপুর থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কিছু জানাননি, অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com