কুমিল্লার সমাবেশেও খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য খালি চেয়ার

প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ১৩:১৪ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ১৩:১৪

কুমিল্লা প্রতিনিধি

ছবি: সমকাল

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে। শনিবার বেলা ১১টা থেকে বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা। সমাবেশের মঞ্চে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাখা হয়েছে দুটি খালি চেয়ার। এর আগের বিভাগীয় সমাবেশগুলোতেও বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য খালি চেয়ার রাখা হয়। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, সিলেট, ফরিদপুরে এরই মধ্যে সমাবেশ হয়েছে।

কুমিল্লায় আজ শনিবার গণসমাবেশে সভাপতিত্ব করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তিনি সমকালকে বলেন, ‘আমাদের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে মঞ্চে দুটি চেয়ার খালি রাখা হয়েছে।’

কুমিল্লা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নেতা ড. শাহ মো. সেলিম সমকালকে বলেন, ‘সমাবেশে যেহেতু লাখ লাখ লোকের সমাগম ঘটছে, তাই টাউন হল মাঠের বাইরে নগরীর সকল সড়কে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। আমরা পর্যাপ্ত মাইক লাগানোর কথা থাকলেও প্রশাসনের শর্তের কারণে তা সীমিত রাখতে হয়েছে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com