টঙ্গীর ২ শিক্ষককে অব্যাহতি

এইচএসসির একটি উত্তরপত্র হাওয়া

প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ১৬:৩৩ | প্রিন্ট সংস্করণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এইচএসসি পরীক্ষার একটি উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রসায়ন দ্বিতীয়পত্রের পরীক্ষার সময় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে একটি উত্তরপত্র হারিয়ে যায়। এ ঘটনায় ওই কলেজের শিক্ষক আতিয়ার রহমান ও মনিরা খানমকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সূত্র জানায়, সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইমন মিয়া (রোল নম্বর-১৫৯৩৭৭) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে রসায়ন দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাঁর উত্তরপত্র পাননি কক্ষ পরিদর্শক। পরে ওই পরীক্ষার্থীকে গাছা থানার বগারটেক এলাকার বাসা থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ইমন জানায়, সে উত্তরপত্র যথাযথভাবে জমা দিয়েছে। এরপরও তাকে দীর্ঘ সময় কেন্দ্রে আটকে রাখা হয়। পরে নিজ কলেজের শিক্ষকরা ইমনকে ছাড়িয়ে নেন।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আলাউদ্দিন মিয়া বলেন, কেন্দ্রে মোট পরক্ষার্থীর সংখ্যা ৭৮০ জন। পরীক্ষা শেষে লিখিত পরীক্ষার ৭৭৯টি উত্তরপত্র পাওয়া যায়। পরে এক পরীক্ষার্থী ও অভিভাবককে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাটি শিক্ষাবোর্ডকে অবহিত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে দু'জন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, 'আমাদের পরীক্ষার্থী উত্তরপত্র হলে জমা দিয়েই কেন্দ্র ত্যাগ করে। তার উত্তরপত্র না পাওয়ার দায়দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্র কর্তৃপক্ষের। ওই পরীক্ষার্থীকে অন্যায়ভাবে দীর্ঘ সময় কেন্দ্রে নিয়ে আটকে রাখা হয়েছিল। পরে তাকে ছাড়িয়ে আনা হয়েছে।'

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, তিনি বিষয়টি অবগত আছেন। দায়িত্বে অবহেলার কারণে দু'জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ও কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি বোর্ডে জানানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com