আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি

প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ১৭:৫২ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ১৮:০৮

সমকাল প্রতিবেদক

সিমিন হোসেন রিমি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি। সেই সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম।

শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। 

এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন মেহের আফরোজ চুমকি। তাকে মহিলা আওয়ামী লীগের সভাপতি করা হয়। তার জায়গায় এখন মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সংরক্ষিত আসনের সাবেক এমপি জাহানারা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। 

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং গাজীপুরের এমপি। তিনি আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com