
জুড়ীতে পলো বাইচ অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ২০:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ২০:০০
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্টিনালা নদীতে ঐতিহ্যবাহী পলো বাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরোনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে শনিবার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জুড়ী ও আশপাশের উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মানুষ এই উৎসবে অংশ নেয়। এ সময় কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবারড্যাম পর্যন্ত পলো দিয়ে মাছ ধরার মনোরম দৃশ্য উপভোগ করতে হাজির হন স্থানীয় বাসিন্দারা। নদীর দু'পাশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব উপভোগ করেন তাঁরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com