মতবিনিময় সভায় বক্তারা

'আদিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন'

প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ২২:০৭ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ২২:০৭

সমকাল প্রতিবেদক

ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি- সমকাল।

'সরকারি বনের ক্ষতির অভিযোগ তুলে মৌলভীবাজারে কুলাউড়ার ডুলুকছড়াসহ বিভিন্ন পুঞ্জির আদিবাসীদের ওপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ও অত্যাচার করা হচ্ছে। আদিবাসীদের ভূমি দখল ও বনায়নের আড়ালে ভূমিখেকোদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। বঞ্চিত আদিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'

ডুলুকছড়া পুঞ্জির খাসি আদিবাসীদের হয়রানির ঘটনায় উদ্বিগ্ন নাগরিক সমাজের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার রাজধানীর আসাদ গেট এলাকায় ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।

নাগরিক সমাজের আট সদস্যের প্রতিনিধি দল গত ২২ থেকে ২৪ নভেম্বর ডুলুকছড়া এলাকা পরিদর্শন করে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম তিতিল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মতবিনিময় সভায় তাঁরা পরিদর্শনের তথ্য তুলে ধরেন। ফারহা তানজীম তিতিল লিখিত বক্তব্যে আদিবাসীদের অহেতুক মামলা, হয়রানি থেকে রক্ষা করতে সাত দফা সুপারিশ তুলে ধরেন। তিনি খাসি জনগোষ্ঠীর জমি দখল বন্ধ করা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সাত দফা সুপারিশের মধ্যে আছে- ডুলুকছড়াসহ বিভিন্ন পুঞ্জির আদিবাসীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার, আদিবাসীদের ভূমির স্থায়ী মালিকানা নিয়ে আইনি জটিলতা দূর করা, আদিবাসী পানচাষিদের বিনা সুদে কৃষিঋণ প্রদান, তাঁদের শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সামাজিক অধিকার নিশ্চিত করা।

মতবিনিময় সভার আরপিলস মারলিয়া বলেন, 'বন বিভাগ বারবার মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করছে।' 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী কমিটির সদস্য ফাদার যোসেফ বলেন, 'মৌলভীবাজার খাসি জনগোষ্ঠীকে উচ্ছেদের প্রক্রিয়া দীর্ঘদিনের।' 

লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, 'রাষ্ট্র বিভিন্ন এজেন্সির মাধ্যমে বনে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে বিরোধ তৈরি করে রাখছে।' 

মানবাধিকার কর্মী ও সাংবাদিক রাজীব নূর বলেন, 'খাসিপুঞ্জিতে ভূমি দখলের আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আদিবাসী অধ্যুষিত এলাকায় ভূমি দখলের ঘটনা বেশি ঘটছে।' 

এতে আরও বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইনজীবী পারভেজ হাসেম, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com