দেশে চিকিৎসা সেবার মান আরও বাড়াতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৭ নভেম্বর ২২ । ০১:২৫ | আপডেট: ২৭ নভেম্বর ২২ । ০১:২৫

সমকাল প্রতিবেদক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। ফাইল ছবি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশের হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে চলে যান। এর একটাই কারণ, তা হচ্ছে আমাদের চিকিৎসাসেবার মান ওদের থেকে ভালো নয়। আমাদের চিকিৎসাসেবার মান আরও বাড়াতে হবে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে হোমিওপ্যাথি ডাক্তারদের সংগঠন হোমিও পেশাজীবী সমিতির (হোপেস) অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছবি বিশ্বাসের সভাপতিত্বে ও ডা. মো. ইউসুফ আলী অনিম ও ডা. মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় সমিতির সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্র্রার ডা. মো. জাহাঙ্গীর আলম।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ডাক্তাররা রোগীকে সময় দিতে চান না। কত তাড়াতাড়ি এক রোগীকে বিদায় করে অন্যজনকে দেখবেন এই চিন্তাই করেন। ডাক্তার যদি রোগীর সঙ্গে কথা বলেন তাহলে রোগী মানসিকভাবে অনেক শক্তি পান। বাংলাদেশের উন্নতিকে কিছু রাজনৈতিক দল বিকৃতভাবে প্রকাশ করছে মন্তব্য করে তিনি বলেন, আমরা উন্নতির দিকে এগিয়ে চলেছি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বমন্দার প্রভাব আমাদের দেশেও পড়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com