
বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা বিএসএফের
প্রকাশ: ২৭ নভেম্বর ২২ । ২১:৪৭ | আপডেট: ২৭ নভেম্বর ২২ । ২১:৪৭
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্মমভাবে পিটিয়ে সাদ্দাম হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের মেইন পিলার ৯০১ এর সাব পিলার ১৬ এর কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবক গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।
স্থানীয় গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরল্ফম্নল ইসলাম মোনা বলেন, খবর পেয়ে সাদ্দামের বাড়িতে গিয়ে স্বজনদের শোকের মাতম দেখা যায়। সাদ্দামের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির এক কর্মকর্তা জানান, বিষয়টি তারা শুনেছেন। ঘটনার সত্যতা জানতে তদন্ত চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com