বিশ্রী ট্যাকলে ব্রাজিলের ভয়

প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ০৯:৩৪ | প্রিন্ট সংস্করণ

সঞ্জয় সাহা পিয়াল, দোহা থেকে

ম্যাচের আগের দিন অনুশীলনে ব্রাজিল দল - এএফপি

নেইমার নেই, দানিলোরও চোট- সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগের দিন চোখমুখ শুকনো দেখাবে না? একটুও মাথা চুলকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন না তিতে? একটা ছবিও মিলবে না চিন্তিত কোচের! তবে ব্যাকব্রাশ করা সৌম্য দর্শনের তিতে হাজির হয়েছিলেন একটি গুরুতর অনুযোগ নিয়ে। 'ম্যাচে প্রতিপক্ষ যেভাবে আমাদের বিশ্রী ট্যাকল করছে, তাতে ইনজুরির শঙ্কা বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ফুটবলের সৌন্দর্যই নষ্ট হবে। ফিফার উচিত এদিকটায় নজর দেওয়া।' বিশ্বকাপে প্রতিপক্ষ ডিফেন্ডারদের মার্কিং নিয়ে যে আতঙ্কিত ব্রাজিলিয়ানরা, সে কথা আর লুকিয়ে রাখেননি তিতে। আজকের ম্যাচ জিতলেই শেষ ষোলো, জয় নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই তাঁর। 'নেইমার আর দানিলো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আমরা তৈরি ২৬ জনের ফিট স্কোয়াড নিয়ে। তাঁদের অনুপস্থিতিতে যাঁরা খেলবেন, তাঁরাও ভালো খেলোয়াড়।'

গোড়ালিতে ফিজিও থেরাপি চলছে নেইমারের। তাঁকে দেখে এসে সতীর্থ মার্কুইনহোস জানালেন, 'দেখে মনে হলো ও ভালোই আছে। আসলে ইনজুরি থেকে সেরে ওঠার জন্য মানসিক শক্তিটা খুব বড় ব্যাপার। নেইমার মানসিকভাবে দৃঢ় আছে। খুব বেশি দিন হয়তো লাগবে না তার মাঠে ফিরতে।' নিজেদের সোর্স থেকে পাওয়া খবরের সঙ্গে মার্কুইনহোসের কথার যেন মিল খুঁজে পাচ্ছিলেন না ব্রাজিলীয় সাংবাদিকরা। তাই কোচ তিতে আসতেই একের পর এক প্রশ্ন সেই নেইমারকে নিয়ে। নেইমার না থাকলে তাঁর জায়গায় কাকে খেলাবেন? ফরমেশন ভাঙবেন কি? আপনি নিজে কি বিশ্বাস করেন, নেইমার বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন? নেইমারের চোট তো আগেই ছিল, তাহলে তাঁকে কেন সার্বিয়া ম্যাচে নামালেন? নেইমার আর দানিলো চোট পাওয়ার পর কি তাঁদের সঙ্গে কথা হয়েছে আপনার?- কাঁটাগুলো একেক করে যেন ছাড়াচ্ছিলেন তিতে। উত্তর দিচ্ছিলেন প্রতিটি প্রশ্নেরই। কিন্তু যেখানে ১২টি প্রশ্নের ১০টিই নেইমারকে নিয়ে, তখন যেন কিছুটা বিরক্তি প্রকাশ পায় তিতের মধ্যে। 'আমি আবারও বলছি, আমার বিশ্বাস, বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবে নেইমার। কিন্তু সবকিছুই আমার ওপর নির্ভর করে না। ব্যাপারটি যখন মেডিকেল আর ফিজিও নিয়ে, তখন নেইমার বিশ্বকাপে বাকিটা খেলতে পারবে কিনা, তা নির্ভর করছে তাঁদের ওই রিপোর্টের ওপর।' আরেকটা ব্যাপার, ব্রাজিল কোচ বারবার বোঝানোর চেষ্টা করলেন, পারলেন কতটা বোঝা গেল না। 'দেখুন ব্রাজিল দলের একটা ঐতিহ্য রয়েছে। ইতিহাস রয়েছে। সেখানে কোনো একজনের ওপর নির্ভর করে না ব্রাজিল ফুটবল। নেইমার দলের অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। এই ধরনের খেলোয়াড় ম্যাচে কখনও একটি বা দুটি, কখনওবা তিনটি ভালো সুযোগ তৈরি করতে পারে। সেটা হয়তো মিস করব আমরা। তবে বাকিরা কিন্তু তৈরি নতুন চ্যালেঞ্জ নিতে।'

নেইমার ছাড়াও যে ব্রাজিল তৈরি, সে বার্তা পরিস্কার করে দেন কোচ। তবে ধোঁয়াশায় রেখে দেন নেইমারের জায়গায় আজ গোল দেওয়ার ভার কার কাঁধে থাকবে। সাও পাওলোর জনপ্রিয় এক টেলিভিশন সাংবাদিক যখন তিতেকে নেইমারের জায়গায় রদ্রিগোকে নামানো যায় কিনা দেখতে বলেন, তখন আর হাসি চাপা রাখতে পারেননি ব্রাজিল কোচ। 'আপনিই তো ভালো দল ঠিক করতে পারেন। আমি এখনই নামটি বলব না, এটা কৌশলও বলতে পারেন। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, ব্রাজিল স্কোয়াডের ২৬ খেলোয়াড়ই আমার রিজার্ভ বেঞ্চ। এখান থেকে যে কাউকে মাঠে নামাতে পারি।' তিতে না বললেও আজকের ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে খেলবে, সেটা নাকি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতোই বাজারে ছড়িয়ে গেছে। রিচার্লিসনকে সামনে রেখে তাঁর পেছনে ভিনিসিয়ুস জুনিয়র, অ্যান্থোনি আর রাফিনহাকে নাকি খেলাবেন তিতে। ক্যাসিমিরো আর ফ্রেড থাকবেন মাঝমাঠে। সুইজারল্যান্ডও নাকি ছক সাজিয়েছে ৪-২-৩-১-এ। যদি সত্যিই তাই হয়, তাহলে এটা অন্তত বলা যায়, গোল আটকে দিয়ে ড্র করার চিন্তা অন্তত সুইসদের নেই। বরং তাদের শক্তির বড় জায়গাজুড়ে গোলরক্ষক সোমিয়ার। গেল ইউরোতে টাইব্রেকারে গোল আটকে দিয়ে নায়ক হয়েছিলেন তিনি। তবে গোল দেওয়া বা খাওয়ার চিন্তা নয়, কাতারে কাভার করতে আসা সাংবাদিকরাও ভয় পাচ্ছেন আজ না সুইসরা আবার ভিনিসিয়ুসকে টার্গেট করে। নিজেদের আগের ম্যাচেই সুইজারল্যান্ড ক্যামেরুনের বিপক্ষেই ১২টি ফাউল করেছিল! সার্বিয়ার সঙ্গেও আগের ম্যাচে ব্রাজিলিয়ানরা ঠিক ১২টিই ফাউলের শিকার হয়েছিল। এভাবে যদি প্রতি ম্যাচেই খেলোয়াড়া চোট-আঘাত পান, তাহলে তিতের ক্যাম্পে থাকা মেডিকেল বেঞ্চগুলো যে ভরে যাবে!

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com