মরক্কোর কাছে সহজ ছিল বেলজিয়াম, কঠিন ক্রোয়েশিয়া

প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ১০:৫১ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ১০:৫১

স্পোর্টস ডেস্ক

হাকিম জিয়াশ

মরক্কোর কাছে ২-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ডের যাওয়ার শঙ্কায় পড়েছে সোনালী প্রজন্মের দল বেলজিয়াম। বল দখল, গোলে শট, আক্রমণসহ প্রায় সব বিভাগে এগিয়ে থেকেও পুরো পয়েন্ট তুলতে পারল না বেলজিয়াম। কাগজে কলমে বিশ্বের দ্বিতীয় সেরা দল বেলজিয়াম, যেখানে মরক্কোর অবস্থান ২২ নম্বরে। শক্তিমত্তার দিক থেকে তাই দুই দলের ব্যবধান অনেক।

ম্যাচশেষে মরক্কোর ফরোয়ার্ড হাকিম জিয়াশ জানান, আগের ম্যাচের ক্রোয়েটদের তুলনায় বেলজিয়াম ছিল সহজ প্রতিপক্ষ। ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা বেশি কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন। 

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ সেরা হন বিশ্বকাপ দিয়ে ১৮ মাস পর জাতীয় দলে ফেরা জিয়াশ। তিনি জানান, 'প্রথম ম্যাচটি আমাদের জন্য আরও কঠিন ছিল। আমরা নিজেদের মতো খেলতে পারিনি, ক্রোয়েশিয়া খুব ভালো খেলেছিল। এই ম্যাচটি সম্ভবত সহজ ছিল, বিশেষ করে মাঝমাঠের দিক থেকে দেখলে। তারা হয়তো ক্রোয়াটদের চেয়ে বেশি ভুল করেছে।'

মরক্কোর এই তারকা ফুটবলার আরো জানান, 'আমরা খুব ভালো খেলেছি, বিশেষ করে রক্ষণে। আমরা তাদের ভুলের জন্য অপেক্ষা করছিলাম এবং আমি মনে করি আমরা সেখান থেকেই লিড নিয়েছি আর সঠিক সময়ে গোল করেছি।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com