৩২ বছর পর ‘লাভ’ সিনেমার নায়িকার সঙ্গে বড় পর্দায় সালমান

প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ১৩:১৯ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ১৩:২১

অনলাইন ডেস্ক

১৯৯১ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান এবং দক্ষিণি অভিনেত্রী রেবতি অভিনীত ছবি 'লাভ'। সেই সময় ছবিটি দারুণ সাড়া ফেলেছিল। ওই সিনেমার গান ‘সাথিয়া তুনে ক্যায়া কিয়া’সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ওই সময় সবার মুখে মুখে ফিরত গানটি। তবে ওই সিনেমার পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি।

কিন্তু একসঙ্গে অভিনয় না করলেও দুজনের বন্ধুত্ব বহু বছরের।  এবার তিন দশক পর ফের বেরতির সঙ্গে বড় পর্দায় ফিরছেন বলিউডের ‘ভাইজান’।

কয়েকদিন আগে সালমানের ‘বিগ বস’-এর ম়ঞ্চে এসেছিলেন রেবতি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরিচালিত ছবি ‘ভেঙ্কি’। ছবির প্রচারে এসেছিলেন রেবতি ও অভিনেত্রী কাজল। সেই মঞ্চেই এই খবর ফাঁস করলেন ভাইজান। সালমন জানালেন আবারও তাদের একসঙ্গে দেখতে পাবেন দর্শক। ছবির নাম ‘টাইগার ৩’। যে ছবি নিয়ে অনেক দিন আগে থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। 'টাইগার থ্রি’ সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের চরিত্রে অভিনয় করবেন রেবতি।

মনীশ শর্মা পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। আরও আছেন ইমরান হাশমি, রণবীর শোরে, বিশাল জেথওয়ার। এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে।

 ২০২৩ সালের দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com