এসএসসির ফল: চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ১৪:০৬ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ১৪:০৬

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সমকাল

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। যা গতবার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন। গতবার এই সংখ্যা ছিল ১২ হাজার ৭৯১ জন।

সোমবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এবারের ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য মতে, এবার ছাত্র পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ। এবার ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী ২১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৬৮ হাজার ২২৫ জন ও ছাত্রী ৮১ হাজার ৪৮৭ জন।

তিন বিভাগের মধ্যে এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৬০ হাজার ২০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ছাড়াও মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ১৩৭ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com