
ব্রাজিলের আক্রমণ নস্যাৎ করতে সুইস তারকার হুমকি
প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ১৫:১৯ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ১৫:১৯
স্পোর্টস ডেস্ক

সংবাদ সম্মেলনে গ্রানিত জাকা। ছবি- এএফপি
বিশ্বকাপের মঞ্চে আজ মাঠে নামছে ফুটবলের 'সুপার পাওয়ার' ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যাদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে কখনোই জয়ের দেখা পায়নি সেলেকাওরা। দুই বারের দেখায় দুটি ম্যাচই ড্র হয়েছে। তবুও এবারের ব্রাজিল বেশ শক্তিশালী, অপ্রতিরোধ্য। ব্রাজিল চাইবে ইতিহাস ভুলে জয় ছিনিয়ে আনতে। তেমন সুইজারল্যান্ডও চাইবে ইতিহাস ধরে রেখে শেষ ষোলো টিকিট কাটতে।
নেইমার চোটে পড়ায় কিছুটা শক্তি হারিয়েছে ব্রাজিল। তবে তাদেরকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা। প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে গ্রানিত জাকার সঙ্গে খেলেন ব্রাজিলের দুই ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিনেল্লি। তাদের মাঝে দারুণ বন্ধুত্বও আছে। কিন্তু জাতীয় দলের হয়ে আজ তারা একে অন্যের শত্রু। গ্রানিত জাকা শোনালেন কীভাবে 'বন্ধু' পরিণত হয় 'শত্রু'তে, 'অবশ্যই পারে (বন্ধু থেকে শত্রু)। সতীর্থকে প্রতিপক্ষ দলে পেলে তো ভালোই। চেনাজানা আছে। তবে আমরা সবাই পেশাদার ফুটবলার। আর প্রতিদ্বন্দ্বিতাটা ৯০ মিনিটের।'
ক্লাব থেকে ছুটি নিয়ে জাতীয় দলে যোগ দেওয়ার আগে তিনজনের মধ্যে এ নিয়ে বেশ কথাও হয়েছে। এ নিয়ে জাকা বলেছেন, 'বিশ্বকাপের আগে ওদের সঙ্গে মজা করছিলাম। একদিন জেসুস আর মার্টিনেল্লিকে বললাম, 'তোমরা যদি আমাদের গোলকিপারের সঙ্গে লড়াই করতে যাও, আমি তোমাদের চূর্ণবিচূর্ণ করে দেব। ওরা কিছুটা ভয়ও পেয়েছে। জানে, আমি ভাঙচুর চালালে সেটা খুব কঠিন কিছুই হয়।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com