
৪৯ বছর বয়সে এসএসসি পাস করলেন পীরগঞ্জের কাউন্সিলর সামাদ
প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ১৯:২৩ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ১৯:২৩
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুস সামাদ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার দু'বারের কাউন্সিলর আব্দুস সামাদ ৪৯ বছর বয়সে এসএসসি পাস করেছেন। সোমবার দুপুরে প্রকাশিত ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলফলে জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
আব্দুস সামাদ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন।
পীরগঞ্জ পৌর এলাকার গুয়াগাঁও মহল্লার বাসিন্দা এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সামাদ দুই ছেলের জনক। তার বড় ছেলে নাহিদ হাসান দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছে। নাহিদ ২০২০ এসএসসি পাস করে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ। বর্তমানে সে পীরগঞ্জ পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনির ছাত্র।
কাউন্সিলর আব্দুস সমাদ জানান, ছোটবেলায় পারিবারিক কারণে তিনি পড়াশোনা করতে পারেননি।
তিনি বলেন, পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়। সমাজের সঙ্গে তাল মিলাতে প্রতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করি। সেই তাগিদে এসএসসি পরীক্ষায় অংশ নেই।
আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা রয়েছে বলেও জানান আব্দুস সামাদ।
পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট আবু রিয়াজ মোহাম্মদ সামশুজোহা জানান, আব্দুস সামাদের বয়স হলেও তিনি শিক্ষার্থী হিসেবে মেধাবী। তিনি এসএসসি পাশ করায় আমরা খুশি। আশা করি, তিনি পড়াশোনা চালিয়ে যাবেন।© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com