ঋণ কেলেঙ্কারি

সব ফাঁকা হয়ে যাচ্ছে, আমরা কি শুধু দেখব: হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ২১:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ২১:২৬

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কেলেঙ্কারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, সব ফাঁকা হয়ে যাচ্ছে- আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব? এটা কি হয়? এসব কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

দুদকের উদ্দেশে আদালত বলেন, দুর্নীতি দমন কমিশন যা করছে, তাতে মনে হয় আমরা নাটক দেখছি। হাততালি দেওয়া ছাড়া আর কী করার আছে, না হয় বসে থাকতে হবে।

বেসিক ব্যাংকের অর্থ পাচারের মামলার আসামি মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ মন্তব্য করেন। আদালতে মোহাম্মদ আলীর পক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

শুনানির সময় আইনজীবী এস এম আবুল হোসেন বলেন, পাঁচ বছর পার হয়ে গেলেও দুদক এ মামলায় চার্জশিট দিচ্ছে না। তাই বিচারও শেষ হচ্ছে না। মোহাম্মদ আলী কেরানি হিসেবে কাজ করেছেন। এখানে তাঁর অপরাধ কী, দুদক সেটিও সুনির্দিষ্ট করতে পারেনি। মামলায় টাকা ও সম্পদের যে বিবরণ এসেছে, সেখানে মোহাম্মদ আলীর নিয়ন্ত্রণে কিছুই ছিল না। এখানে বিশ্বাস ভঙ্গেরও কিছু ছিল না। এ সময় তিনি বলেন, দুদক দৌড়ায় টাকার পেছনে। দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত। তাঁর বিরুদ্ধে অপরাধ কী, সেটাই দুদক শনাক্ত করতে পারেনি। এ মামলায় এখনও ১০৪ জন আসামি ধরাছোঁয়ার বাইরে। অথচ মোহাম্মদ আলী ২০১৯ সাল থেকে কারাগারে আছেন।

এ পর্যায়ে দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট বলেন, জজ, আইনজীবী আর যে লাখ লাখ চোখ (সাধারণ মানুষ) চেয়ে আছে- কেউ কোনো কাজ করতে পারছেন না। কেন সবাই নীরব? সব ফাঁকা হয়ে যাচ্ছে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখব? এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, দুদক ড্রামা (নাটক) করছে।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতে এসে তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করেন। আদালত আগামীকাল মঙ্গলবার দুদকের আইনজীবীর বক্তব্য শোনার জন্য দিন ধার্য করেন। 

এর আগে আজ সকালে বেসিক ব্যাংকের ২ হাজার ৭৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলামত চেয়ে মালয়েশিয়ায় আবেদন পাঠানোর তথ্য হাইকোর্টকে জানায় দুদক। হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে দুদক জানায়, পারস্পরিক আইনি সহায়তা চুক্তির (এমএলএআর) আওতায় মালয়েশিয়াকে অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা ৫৬ মামলার মধ্যে ১২ মামলার আসামি ব্যাংকটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলীর জামিন শুনানিতে গত ৮ নভেম্বর হালনাগাদ তথ্য চেয়েছিলেন হাইকোর্ট। এ পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে দুদক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com