ম্যাচের আগে সুইজারল্যান্ডের টিম বাস দুর্ঘটনায়!

প্রকাশ: ২৮ নভেম্বর ২২ । ২১:৫৬ | আপডেট: ২৮ নভেম্বর ২২ । ২১:৫৬

স্পোর্টস ডেস্ক

ছবি: টুইটার

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সুইজারল্যান্ড ফুটবল দলের টিম বাস দুর্ঘটনায় পড়েছে। পুলিশের গাড়ির সঙ্গে খুব ছোট একটা ধাক্কা লাগে সুইসদের টিম বাসের। 

তবে বাসটির গতি খুব কম থাকায় কোন খেলোয়াড় বা স্টাফ ইনজুরিতে পড়েননি। পুলিশের গাড়িতে থাকা কেউ আহত হননি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও মিরর ইউকে। 

ব্রাজিলের বিপক্ষে সুইসরা শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে মুখোমুখি হচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ৯৭৪ স্টেডিয়ামে। ছোট খাটো সংঘর্ষ হলেও ইউরোপের দলটির টিম বাস সময় মতো মাঠে পৌঁছায় বলেও জানানো হয়েছে। 

ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন বেকার, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

সুইজারল্যান্ডের শুরুর একাদশ: ইয়ান সমার, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেডি, রিকার্ডো রদ্রিগুয়েজ, রেমো ফেউলিয়র, গ্রানিথ সাকা, জিব্রির শো, ফ্যাবিয়ান রেইডার, ব্রেল এমবোলো, রুবেন ভার্গাস।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com