
প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগার নির্মাণ করা হবে: মেয়র তাপস
প্রকাশ: ২৯ নভেম্বর ২২ । ২০:৪৭ | আপডেট: ২৯ নভেম্বর ২২ । ২০:৪৭
সমকাল প্রতিবেদক

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ছবি
প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘এখন ৭৫টি ওয়ার্ডে মাত্র ১৭টি শরীরচর্চা কেন্দ্র আছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের সঙ্গে একটি শরীরচর্চা কেন্দ্র রাখতে চাই। সে লক্ষ্যে নতুন একটি প্রকল্প নিচ্ছি। আরও নতুন ৩৬টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করা হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে মাত্র ৩৫টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র রয়েছে। আমরা সেটাকে বৃদ্ধি করে ৭৫টি ওয়ার্ডেই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করতে চাই। আমাদের পরিকল্পনা হলো- প্রত্যেকটা ওয়ার্ডের জনগণের জন্য ব্যায়ামাগার সেবা নিশ্চিত করা।’
মঙ্গলবার ডিএসসিসি নগর ভবনে করপোরেশনের বোর্ড সভায় 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ব্যায়ামাগারসমূহ পরিচালনা নীতিমালা-২০২২' অনুমোদন পাওয়ার পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ বিশেষ করে তরুণ সমাজ যেন বিপথে না গিয়ে সুস্থ শরীরচর্চায় মনোনিবেশ করতে পারে সে জন্য প্রত্যেকটা ওয়ার্ডেই এই সুবিধা রাখতে চাই।
সভায় করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com