চট্টগ্রামে ঋণখেলাপি মামলা

২ কোটি টাকা দিয়ে জামিন পেলেন মোস্তফা গ্রুপের ৬ কর্মকর্তা

প্রকাশ: ২৯ নভেম্বর ২২ । ২১:২৫ | আপডেট: ২৯ নভেম্বর ২২ । ২১:২৫

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে এক্সিম ব্যাংকের ঋণখেলাপি মামলায় দুই কোটি টাকা পরিশোধ করে জামিন পেয়েছেন মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন ও পাঁচ পরিচালক। মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জজ মুজাহিদুর রহমানের আদালত খেলাপি ঋণ পরিশোধ করায় তাঁদের জামিন দেন।

জামিন পাওয়া পাঁচ পরিচালক হলেন- হেফাজতুর রহমান, জহির উদ্দিন, কামাল উদ্দিন, কফিল উদ্দিন ও রফিক উদ্দিন।

আদালত থেকে জানা যায়, মোস্তফা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স মনোয়ারা করপোরেশন ৫৯ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৮১৩ টাকা ঋণ পরিশোধ না করায় অর্থঋণ আদালতে মামলা করে এপিম ব্যাংকের খাতুনগঞ্জ শাখা। দীর্ঘ সাত বছরে খেলাপি ওই ঋণ পরিশোধ না করায় ২০২২ সালের ৬ অক্টোবর মোস্তফা গ্রুপের ওই ছয়জনের পাঁচ মাসের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অর্থঋণ আদালত। পরে অর্থঋণ আদালতের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে অর্থঋণ আদালতের আদেশ পুনর্বহাল করে আপিল বিভাগ। পরে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ২৯ নভেম্বরের মধ্যে দুই কোটি টাকা পরিশোধের আদেশ দেন আদালত।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com