
যুক্তরাষ্ট্রে অগ্নিনির্বাপক কর্মীদের ‘দাড়ি কাটা’ আইন স্থগিতের আবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১০:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১০:৪৪
যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রতীকী ছবি।
যুক্তরাষ্ট্রে অগ্নিনির্বাপক কর্মীদের ‘দাড়ি কাটা’ আইন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছেন ওয়াশিংটনের মুসলিম ও ইহুদি অগ্নিনির্বাপক কর্মীরা। চলতি মাসে তারা ডিসট্রিক্ট কোর্টে এ আবেদন করেন।
আদালতের কাছে তারা উল্লেখ করেন, তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, পরে আবার নিয়োগ দেয়া হয়। কিন্তু এই ঘটনায় তাদের যে ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল তার চেয়ে কম দেয়া হচ্ছে। কারণ, তারা ২০২০ সালে ‘দাড়ি কাটা’র নতুন আইনটি মেনে চলতে রাজি হননি।
আবেদনকারী অগ্নিনির্বাপক কর্মীরা হলেন স্টিভেন চ্যাসিন, কালভার্ট পটার, জেসপার স্টার্লিং ও হাসান ওমরানি। নতুন এ আইন সংখ্যালঘু মুসলিম ও ইহুদিদের টার্গেট করে করা হয়েছে বলে উল্লেখ করেছেন তারা।
উল্লেখ্য, মুসলিম ও ইহুদিরা তাদের ধর্মের রীতি অনুযায়ী দাড়ি রাখেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com