
রাজশাহীতে সারার নতুন আউটলেট
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১২:১৫ | প্রিন্ট সংস্করণ
--

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড সারার নবম আউটলেটের উদ্বোধন হলো রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র রানীবাজার মোড়ে। হাউস নম্বর ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানীবাজার মোড়, রাজশাহী। এই ঠিকানায় এখন থেকে পাওয়া যাবে সারার পোশাকের সব সংগ্রহ।
গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত সারার নতুন এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন রেবা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ আরও অনেকে।
শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি-শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর মেনজ অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবি, কিডস আইটেমসহ আরও নানা পোশাকের সমাগমে সজ্জিত থাকছে সারা। এ ছাড়া চলতি শীতকালকে লক্ষ্য রেখে সারা লাইফস্টাইলের নতুন এই আউটলেটে শিশু, নারী, পুরুষ সবার জন্য রয়েছে আকর্ষণীয় সব পোশাক।
সারা লাইফস্টাইলের এ বছরের শীতকালীন কালেকশনে থাকছে সব বয়সী ক্রেতাদের জন্য জ্যাকেট ও শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন। বরাবরের মতোই সারা এবারও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাকসামগ্রী। এ ছাড়া অর্ধশতাধিক কালারের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে।
'সারা' বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। সামর্থ্যের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সারা কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। সারার পোশাক কেনা যাবে এর যে কোনো আউটলেট থেকে। আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট www.saralifestyle.com.bd),), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইনস্টাগ্রাম https://www.instagram. com /saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারাদেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com