
বিজয়ের মাসে এক সপ্তাহে ৯০ লাখ টিকার বিশেষ ক্যাম্পেইন
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১১:০৭ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১৬:০৩
সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি
বিজয় দিবস উপলক্ষে সাত দিনের জন্য করোনার টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদেশে এক সপ্তাহে বিশেষ ক্যাম্পেইনে ৯০ লাখ দ্বিতীয় ও বুষ্টার ডোজ দেওয়া হবে।
বুধবার অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সাত দিনে ৯০ লাখ মানুষকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে মাঠে ১৭ হাজার ১১৬ টিম কাজ করবে। ১৫ হাজার ৯৮৪টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com