বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল চালক নিহত

প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১২:৫০ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১২:৫১

রাঙামাটি অফিস

প্রতীকী ছবি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল চালক আহত হন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়ার দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল চালক। মিডপয়েন্ট থেকে দাড়িপাড়ার দিকে আধা কিলোমিটার এগোলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল দুটির গতিরোধ করে। পরে এলোপাথাড়ি গুলি করে। এতে মোটরসাইকেল চালক মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে সুখেন চাকমা (২০) ও একই গ্রামের মঙ্গল চানের ছেলে সজীব চাকমা গুরুতর আহত হন। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় দাড়িপাড়া এলাকায় পৌঁছালে সুখেন চাকমা মারা যান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, গুলিতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com