গণসমাবেশের তিনদিন আগেই মোড়ে মোড়ে তল্লাশি

প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১৬:০৩ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১৬:০৩

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন প্রবেশপথের মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে

আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশের তিনদিন বাকি থাকলেও বুধবার সকাল থেকে রাজশাহীর চারঘাট উপজেলায় সমাবেশগামী বিভিন্ন প্রবেশপথের মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে।

বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, চারঘাট উপজেলা থেকে রাজশাহী শহরের প্রবেশপথ কাঁকরামাড়ী বাজার, ট্রাফিক মোড়, তা়ঁতারপুর মোড়, শিশাতলা মোড়, ইউসুফপুর বাজার ও চৌমুহনী বাজারে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও যানবাহনকে তল্লাশি করতে দেখা গেছে। পুলিশ সদস্যরা শহরে যাওয়ার কারণ জানতে চাইছেন। এতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। কারও কারও অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে তাদের তল্লাশি করার কারণে যাত্রা পথও বিলম্বিত হচ্ছে। একদিনের ব্যবধানে হঠাৎ করে এসব স্থানে পুলিশ চেকপোস্ট স্থাপন করায় গাড়ি চালকরাও পড়েছেন ভোগান্তিতে।

এদিকে, সড়ক পথে ব্যাপক তল্লাশির কারণে বিএনপির নেতাকর্মীরা বিকল্প উপায়ে শনিবারের সমাবেশে যোগদানের কথা ভাবছেন। ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা পদ্মা নদী দিয়ে নদীপথে গণসমাবেশে যাওয়ার জন্য নৌকা ভাড়া করেছেন।

পুলিশের চেকপোস্ট ও তল্লাশির বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, শনিবারে গণসমাবেশে যোগদানে সাধারণ মানুষকে বাধগ্রস্ত করতেই চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমনকি রাতে হলেই নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে তারা। তবে যত বাধাই আসুক ৩ ডিসেম্বরের সমাবেশ সফল করা হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চারঘাট মডেল থানার ওসি আব্দুল লতিফ। তিনি বলেন, পুলিশের এই চেকপোস্ট ও তল্লাশির সাথে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। থানাধীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বাভাবিক নিয়মেই সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com