
লেভাকে নিয়ে সতর্ক থাকবে আর্জেন্টিনা
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১৬:২৯ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১৬:৩৫
স্পোর্টস ডেস্ক

লেভান্ডোভস্কিকে বলা হয় 'গোলমেশিন'। মনে করা হয় সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার। ক্লাব এবং দেশের হয়ে তিনি সিনিয়র ক্যারিয়ারে ৫০০-এর বেশি গোল করেছেন। জাতীয় দলেরও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লেভান্ডোভস্কি। ইউরোপে সবমিলিয়ে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে তিনি।
বার্সার এই পোলিশ স্ট্রাইকার বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত। মূলত তার পারফরম্যান্সের উপর ভিত্তি করেই পোল্যান্ডের সকল শক্তি, যেমন মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা। 'সি' গ্রুপের শেষ ম্যাচে আজ তার দল পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচটি জিততেই হবে মেসিদের। পোল্যান্ডের বিপক্ষে নামার আগে তাই কিছুটা হলেও চাপে আছে আলবেলিস্তেরা। সাথে আরেক দুশ্চিন্তার নাম লেভান্ডোভস্কি।
সংবাদ সম্মেলনে এক পোলিশ সাংবাদিক আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে কাছে প্রশ্ন করেছিলেন, বর্তমানে মেসি ও লেভান্ডোভস্কির মধ্যে কে এগিয়ে?
আর্জেন্টাইন কোচ পোলিশ ফুটবলারকে প্রশংসা ভাসালেও কৌশলে উত্তর এড়িয়ে গেছেন, 'এক বাক্যে বলতে গেলে, সে দারুণ খেলোয়াড়। অত্যন্ত ভালো ফুটবলার তো বটেই, গ্রেটের পর্যায়েও। তবে এক খেলোয়াড়ের সঙ্গে আরেক খেলোয়াড়ের তুলনাটা সমীচীন নয়।'
মেসি যেমন খেলা পার্থক্য গড়ে দিতে পারেন। পোলিশ এই ফুটবলারও তেমনই। তাই তার দিকে বাড়তি নজর রয়েছে আর্জেন্টাইন কোচের, 'অবশ্যই তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।'
আকাশী নীলদের ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজের ভাবনায়ও আছেন লেভা। সংবাদ সম্মেলনে মার্টিনেজ জানান, 'নিঃসন্দেহে তিনি বড় খেলোয়াড়। তাকে আটকে রাখাই আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করি সেই পরিকল্পনাই সফল হব।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com