
মেসিদের ম্যাচে রেফারির দায়িত্বে 'পুলিশ ইন্সপেক্টর'
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১৬:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১৬:৪৬
স্পোর্টস ডেস্ক

ড্যানি মেকেলিয়ে, একাধারে রেফারি ও পুলিশ ইন্সপেক্টর। ছবি- এএফপি
কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে বুধবার রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ পোল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। এছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।
ড্যানি মেকেলিয়ে বর্তমানে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশের পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন।
মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে আবির্ভূত ড্যানি মেকেলিয়ে। ২০০৯ সালে ডাচ লিগে অভিষেক হওয়া এই রেফারি এখন পর্যন্ত ৫৮৯টি ম্যাচ পরিচালনা করেছেন। এ সময়ে ১৮৫৪টি হলুদ কার্ড ও ৭৫টি লাল কার্ড দিয়েছেন তিনি। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিফার সঙ্গে তার যাত্রা শুরু হয়।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেন মেকেলিয়ে। ২০১৯-২০ সালের ইউরো লিগ ফাইনাল ও ২০২০ সালের ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনালের রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি নিজেও তৃতীয় ডিভিশনে ফুটবল খেলেছেন। চোটের কারণে সেই ক্যারিয়ার বেশি দূর এগোয়নি।
পেশায় পুলিশ এবং রেফারি হলেও ফুটবলকে প্রাণ দিয়ে ভালোবাসেন মেকেলিয়ে। মেসি তার অন্যতম পছন্দের ফুটবলার। কিন্তু তাই বলে নিজের দায়িত্ব পালন করার সময় মেসিকে বাড়তি সুবিধে দিতে নারাজ ডাচ রেফারি। তার চোখে সবাই সমান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com