চট্টগ্রামে পাহাড় কাটায় ২ জনের নামে মামলা

প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১৯:০৭ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১৯:০৭

চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় পাহাড় কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় দু'জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বায়েজিদ থানায় মামলাটি করেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।

মামলার দুই আসামি হলো- ইউসুফ আলী (৫৮) ও শাহজাহান বাদশা (৪০)।

পরিবেশ অধিদপ্তর থেকে জানা যায়, বায়েজিদ থানার ইসলামপুর ও মাঝেরঘোনা এলাকায় পাহাড় কাটা হচ্ছে বলে তথ্য পেয়ে গত ১০ নভেম্বর ওই এলাকা পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের দল। পাহাড় কাটার সত্যতা পাওয়ার পর দুই দফা শুনানি শেষে অভিযুক্ত দু'জনের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, সরেজমিন তদন্তে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে শুনানি করা হয়। এরপর থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক মামলাটি করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com