
ব্যাংকিং খাতের বড় সমস্যা ঋণখেলাপ: পরিকল্পনা প্রতিমন্ত্রী
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ১৯:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ১৯:৫৪
যশোর অফিস

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ফাইল ছবি
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আর্থিক খাতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো অব্যাংকিং খাত। জামানতের বাইরে ব্যবসার সম্ভাব্যতা ও ঐতিহ্য চিন্তা করে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দিয়ে থাকে। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা ঋণখেলাপি। বড় কোম্পানিগুলো ঋণখেলাপি হয়। কিন্তু অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এ ঝুঁকি কম। এখানে কম সুদে ঋণ দেওয়া হয়।
বুধবার দুপুরে যশোরের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আয়োজিত এনবিএফআই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দৈনিক বণিক বার্তা দিনব্যাপী এ মেলার আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, এসএমই খাতে সবচেয়ে বেশি সেবা দেয় অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। আশা করব, এ জেলায় ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়াবেন। বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার সেরা দেশ। ভারতের চেয়ে মাথাপিছু আয় ও শিক্ষার হার আমাদের বেশি। শিশুমৃত্যুর হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম।
যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন বলেন, যশোর ব্রিটিশ বাংলার প্রথম স্বাধীন জেলা। খুলনা বিভাগের অর্থনীতি যশোরকে ঘিরেই। যশোরের সবজি ও ফল ঢাকার ৭০ ভাগের জোগান দেয়। ফুলের রাজধানী যশোর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। আরও বক্তব্য দেন যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, বিএলএফসিএর চেয়ারম্যান মমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com