মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যশোরে শিক্ষামেলা

প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ২০:৫২ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ২০:৫৪

যশোর অফিস

শিক্ষামেলায় মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে আমন্ত্রিতরা পরামর্শ দিচ্ছেন । ছবি-সমকাল

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার সুযোগের পাশাপাশি ক্যারিয়ার গড়তে প্রতিবছর বহু বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমাচ্ছেন। শিক্ষার্থীদের সেই সুযোগ আরও কাছাকাছি আনতে ভর্তি-সংক্রান্ত পরামর্শদাতা প্রতিষ্ঠান নেক্সাস স্টুডেন্ট স্টাডি (এনএসএস) সলিউশন যশোরে শিক্ষামেলার আয়োজন করেছে।

বুধবার যশোরের জাবীর হোটেল ইন্টারন্যাশনালে দিনব্যাপী এই শিক্ষামেলায় মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরামর্শ মেলে। এই মেলায় অংশগ্রহণের জন্য ৭০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে ৪০০ জন বিদেশ পড়তে যেতে আবেদন করেন বলে জানান মেলার আয়োজক প্রতিষ্ঠান এনএসএসের ব্যবস্থাপক ফারুক আহমেদ। 

এনএসএসের হেড অব মার্কেটিং সবুজ হোসেন বলেন, মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ বাংলাদেশি। কম খরচে মানসম্পন্ন কোর্সের সুযোগ তৈরি হওয়ায় দেশটি এখন বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য। প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে দেশটিতে পড়তে যান।

বাংলাদেশে ষষ্ঠবারের মতো এই শিক্ষামেলা অনুষ্ঠিত হলো। মালয়েশিয়া ছাড়াও যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য মেলে এ শিক্ষামেলায়। মেলায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় হলো- মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনেঙ্গা ন্যাশনাল, ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইন্টারন্যালনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর এবং কানাডিয়ান ইউনিভার্সিটি ও ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব পোস্টমাউথ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com