
সিরাজগঞ্জে সাংবাদিকদের কটাক্ষের প্রতিবাদ
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ২১:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ২১:৩৫
সিরাজগঞ্জ প্রতিনিধি

সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের পর এবার সাংবাদিকদের কটাক্ষ করলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ফুটেজ ও ছবি তোলা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে জেলা শহরের পৌরসভা রোডের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।
জেলা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুরজিত মজুমদারের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহে গেলে এমন পরিস্থিতির শিকার হন গণমাধ্যমকর্মীরা। নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পিবিআই পুলিশ ও সদর থানার কর্মকর্তারা সেখানে ছিলেন। প্রশাসনের দায়িত্বশীল পদে থাকা ওই কর্মকর্তার শিষ্টাচারবহির্ভূত আচরণ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তাঁরা।এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন গণমাধ্যমকর্মীরা। এ সময় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সহসভাপতি ইসরাইল হোসেন বাবু, সাংবাদিক আমিনুল ইসলাম খান রানা, হীরক গুণ প্রমুখ। তাঁরা ওই কর্মকর্তার অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, এর আগেও ওই কর্মকর্তার আচরণের বিষয়ে আরও দু-একটি ঘটনা আমাদের নজরে আসায় আমরা নিজেরাই বিব্রত হয়েছি।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ। তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন তিনি।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ওনার শিষ্টাচারবহির্ভূত আচরণে আমরা বিব্রত, মর্মাহত ও হতবাক হয়েছি।
নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার দাবি করেন, এক সহকর্মীর আত্মহত্যার ঘটনায় পুলিশের একাধিক সংস্থা তদন্ত করছে। ওই সময় সাংবাদিকরা সেখানে বারবার অনুপ্রবেশের চেষ্টা করেন। আলামত নষ্ট হওয়ার আশঙ্কায় তাঁদের প্রবেশে কিছুটা সতর্কতা অবলম্বন করায় দু-একজন ভুল বুঝে উল্টো তর্কে জড়িয়ে পড়েন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com