
চট্টগ্রামে ১৫০ যাত্রী নিয়ে নেপালের এক উড়োজাহাজের জরুরি অবতরণ
প্রকাশ: ৩০ নভেম্বর ২২ । ২৩:৪২ | আপডেট: ৩০ নভেম্বর ২২ । ২৩:৪২
চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি
উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ওই ফ্লাইটটি অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ জানান, কাঠমান্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে রয়েল নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বুধবার রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ১৫০ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। ত্রুটি সারানোর কাজ চলছে। ত্রুটি সারিয়ে সেটি শিগগির উড্ডয়ন করবে। এতে অন্য কোনো সমস্যা হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com