
’বিয়ের আগে ও পরের সব বিষয় সবাইকে জানাব’
প্রকাশ: ০১ ডিসেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ০১ ডিসেম্বর ২২ । ১০:৫৪ | প্রিন্ট সংস্করণ
নন্দন ডেস্ক

শবনম বুবলী
শাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক এখন কেমন?
আমার দিক থেকে সব স্বাভাবিক। কিন্তু শাকিবের দিক থেকে স্বাভাবিক হচ্ছে না। আমার মনে হচ্ছে, আমাদের মাঝে তৃতীয় একজন এসেছেন, যার কারণে অনেক কিছুই অস্বাভাবিক হয়ে উঠছে, যা কাম্য নয়। আমি কিছু বললেই তৃতীয় পক্ষ তাকে ভুলভাল বুঝিয়ে হয়তো বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। শাকিবও সেদিকে যাচ্ছে।
আপনি শাকিব খান প্রসঙ্গে সংবাদ সম্মেলন করতে চাইছেন?
আমি শাকিব খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে চাইনি। চেয়েছি, আমাদের মধ্যকার বিষয়গুলো সবার কাছে পরিস্কার করতে। এত বছর ধরে কিছু অপবাদ মাথায় নিয়ে ঘুরছি। আমার মনে হলো, সেগুলো সবাইকে জানানো উচিত। তাই সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম।
শাকিবের চাপে তা করলেন না?
তা হবে কেন। এখন করিনি বলে যে করব না, তা কিন্তু নয়। এখন আমার কাজের বেশ ব্যস্ততা চলছে। এর মাঝে সংবাদ সম্মেলন করলে শুটিংয়ে ব্যাঘাত ঘটবে। তাই কিছুদিন সময় নিচ্ছি। সময়-সুযোগ করে একদিন সব বিষয় সবাইকে জানাব।
শাকিব খান বলেছেন, আপনার সঙ্গে তাঁর যোগাযোগ নেই। এর পরও আপনি চুপ!
তার মনে হয়েছে, সে বলেছে। এভাবে বললে আমি কী বলব! আগেও বলেছি, আর কত বলব! এখন বলতে গেলে প্রমাণ নিয়ে মাঠে নামতে হবে।
এখন কী করবেন আপনি?
শাকিব খানের সঙ্গে বিয়ের আগে ও পরের পুরো বিষয়টি সবার সামনে এখন তুলে ধরব। বীরের জন্য হলেও আমার সবকিছু ক্লিয়ার করা দরকার।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com