মার্কিন সিনেটে সমকামী বিয়ে সংক্রান্ত বিল পাস

প্রকাশ: ০১ ডিসেম্বর ২২ । ১০:৪৯ | আপডেট: ০১ ডিসেম্বর ২২ । ১০:৫৮

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ছবি- সংগৃহীত।

মার্কিন সিনেটে সমকামীদের বিয়ের পক্ষে বিল পাস হয়েছে। ডেমোক্র্যাটরা তো বটেই, ১২ জন রিপাবলিকান সদস্যও বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি সিনেটে ৬১-৩৬ ভোটে জয়ী হয়েছে। এখন হাউস অব রিপ্রেসেনটেটিভ তা বিচার করে দেখবে। 

বিল পাস হওয়ার পর সিনেটের নেতা চাক শুমের জানিয়েছেন, ডেমোক্র্যাটরা দ্রুত এই বিল পাস করাতে চাইছেন। মধ্যবর্তী নির্বাচনের পর সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। নতুন কংগ্রেস জানুয়ারি থেকে কাজ শুরু করবে। 

বিলটি হাউস অব রিপ্রেসেনটেটিভে পাস হলে বাইডেনের কাছে তা পাঠানো হবে। বাইডেন অবশ্য সিনেটে বিল পাসের পর জানিয়েছেন, সিনেটে রেসপেক্ট ফর ম্যারেজ আইন পাস হওয়ার অর্থ যুক্তরাষ্ট্র আবার তাদের মৌলিক সত্যটা স্বীকার করে নিচ্ছে, ভালোবাসার অর্থ ভালোবাসাই। আমেরিকানরা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে।

যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ে আইনসঙ্গত। ১৯৬৭ ও ২০১৫ সালে সুপ্রিম কোর্ট এর পক্ষে রায় দেন। কিন্তু গত জুনে সুপ্রিম কোর্ট গর্ভপাত নিয়ে আগের সিদ্ধান্ত বদল করেন। তারপর এখন সমলিঙ্গের বিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট কি তাদের সিদ্ধান্ত বদল করবেন, এমন প্রশ্ন জনমনে। 

এই পরিপ্রেক্ষিতে নতুন বিল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন বিলে বিয়ের সংজ্ঞা বদল করা হয়েছে। আগে বলা হয়েছিল, বিয়ে পুরুষ ও নারীর মধ্যে হবে। এখন বলা হয়েছে, লিঙ্গ, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বিয়ে করা যাবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com