
ঢাবি ছাত্রলীগের সম্মেলন হবে ‘অনাড়ম্বর’, হবে না কনসার্ট
প্রকাশ: ০১ ডিসেম্বর ২২ । ১৯:০৮ | আপডেট: ০১ ডিসেম্বর ২২ । ১৯:০৮
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণে ব্যয় সাশ্রয় করে ‘অনাড়ম্বর’ সম্মেলন করা হবে এবং সম্মেলন কনসার্ট হবে না বলে জানিয়েছে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সনজিত চন্দ্র দাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপদান, ডাকসু নির্বাচন আয়োজন, শিক্ষা পরিবেশ সমুন্নত রাখা, প্রশ্নফাঁস রোধ, আবাসন সংকট নিরসন, লাইব্রেরির সমস্যাসমূহ নিরসন, খাদ্যের মানোন্নয়ন, শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ প্রদান, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাঋণ প্রকল্প গ্রহণসহ প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী করতে আমরা সবসময় সচেষ্ট থেকেছি।
সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা যতটুকু সাজসজ্জা করা প্রয়োজন, মঞ্চ সাজানো প্রয়োজন তার বাইরে কোনো আড়ম্বরতার দিকে যাব না। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সাশ্রয় এক সম্মেলন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।’
আগামী ৩ ডিসেম্বরের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও তার অন্তর্গত বিভিন্ন হল, অনুষদ ও ইনস্টিটিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com