বিডিনিউজ সম্পাদকের জামিন বহাল

প্রকাশ: ০১ ডিসেম্বর ২২ । ২২:০৯ | আপডেট: ০১ ডিসেম্বর ২২ । ২২:০৯

সমকাল প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। ছবি-সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে জজ আদালতের দেওয়া জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। জামিন বাতিলে দুদকের করা আবেদনে এক বছর আগে হাইকোর্ট যে রুল দিয়েছিলেন, শুনানি শেষে তার নিষ্পত্তি করে বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ।

এ রুলের শুনানিতে খালিদীর পাসপোর্ট জব্দের আবেদন করেছিল দুদক। আদালত তাতে সাড়া দেননি। তবে বিদেশে যেতে হলে তাঁকে আদালতের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন।

'অসাধু উপায়ে' সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই দুদক এ মামলা করে। খালিদী বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বলে আসছেন, তাঁকে 'হেয় প্রতিপন্ন' করতে এ 'সাজানো মামলা' করানো হয়েছে।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মাহবুব শফিক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com