পদাবলি

প্রাণঘূর্ণি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মুহম্মদ নূরুল হুদা

নিশ্বাসের
সঙ্গে সঙ্গে
শুরু যদি শিস,
স্নায়ুতে স্নায়ুতে
তার শিরাগ্রাফ
বাজে;
অনন্তর
ধ্বনি আর
ভাষার আশীষ;
ব্রহ্মাণ্ডের
সব জ্ঞান
লাগে সব
কাজে;
অনন্তর
মুহূর্ত
অনন্ত হয়ে
মাটিতে শয়ান,
তবুও
যায় না থেমে
মর্ত্যলোকে
সকল বয়ান।
বাতাসের
কানে কানে
বাজে হুহুবাঁশি,
অঙ্গে অঙ্গে
অনঙ্গের
তরঙ্গিত
হাসি।
মূর্ত-
বিমূর্তের
প্রাণী নয়
নিমিত্তের
শুধু
দাসদাসী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com