কাভার্ডভ্যান ঢুকে পড়ল দোকানে, বাবা-ছেলেসহ নিহত ৫

প্রকাশ: ০২ ডিসেম্বর ২২ । ১০:১৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২২ । ১২:০৩

যশোর প্রতিনিধি

ছবি: সমকাল

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর-চুকনগর সড়কে মণিরামপুরের বেগারিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান, হোটেলের মধ্যে ঢুকে গেলে পাঁচজন প্রাণ হারায়। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান বেগারিতলা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল,  চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজন নিহত হয়। এদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। এরা হলেন মনিরামপুরের বেগারিতলার হাবিবুর রহমান পচা (৪৮) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। নিহত বাকিরা হলেন একই এলাকার মীর শামছুর রহমান (৫৬), তৌহিদুর রহমান (৩৫) ও জয়পুর গ্রামের জিয়ার আলী (৪০)।

ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, ‘কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছে। নিহতেদর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com