সমাবেশস্থলে তাঁবু পেতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

প্রকাশ: ০২ ডিসেম্বর ২২ । ১০:৫১ | আপডেট: ০২ ডিসেম্বর ২২ । ১০:৫৮

রাজশাহী ব্যুরো

শীতের রাতে খোলা আকাশের নিচে তাঁবু পেতে ঘুমাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি-সমকাল

শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে আগত হাজার হাজার নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, সমাবেশস্থলের আশেপাশে তাঁবু পেতে এই শীতের রাতে খোলা আকাশের নিচে তারা অবস্থান করছেন। 

সমাবেশস্থলের পাশে রাজশাহী ঈদগাহ মাঠেও তাঁবু পেতে ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন কয়েক হাজার নেতাকর্মী। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ গণসমাবেশ হবে।

এদিকে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। ফলে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে রাজশাহীতে আসতে শুরু করেছেন।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। 

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com