হৃদরোগের আধুনিক চিকিৎসাবিষয়ক ১৭তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০২ ডিসেম্বর ২২ । ১৯:০০ | আপডেট: ০২ ডিসেম্বর ২২ । ১৯:০০

অনলাইন ডেস্ক

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে হৃদরোগের আধুনিক চিকিৎসাবিষয়ক ১৭তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এবারের আন্তর্জাতিক সম্মেলন ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনে ৩৫ জন বিদেশিসহ মোট ১৭০ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে দেশী-বিদেশি ১৪০০ খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এ ছাড়া গত ৩০ নভেম্বর সম্মেলন পূর্ববর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আগামী ৩-৪ ডিসেম্বর সম্মেলন পরবর্তী কর্মশালা অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট (২০২৩ সালের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন) হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক জগৎ নারুলা উপস্থিত ছিলেন। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। সংবাদ বিজ্ঞপ্তি

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com