
উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি নৈরাজ্য করছে: প্রতিমন্ত্রী মাহবুব
প্রকাশ: ০২ ডিসেম্বর ২২ । ১৯:৩৮ | আপডেট: ০২ ডিসেম্বর ২২ । ১৯:৩৮
হবিগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।
শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই বাঁধ-চাটপাড়া মাদ্রাসা এলাকায় সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। পরে কাজীরখিল বাজারে দলের নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মাহবুব আলী বলেন, সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি কোনোভাবেই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com