
আলোচনা সভায় বক্তারা
পাহাড়ে সম্প্রীতি ফেরাতে একসঙ্গে কাজ করতে হবে
প্রকাশ: ০২ ডিসেম্বর ২২ । ২০:৪৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২২ । ২০:৪৯
সমকাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর পাহাড়ে জমি-সংক্রান্ত সবচেয়ে বড় বিরোধ অনেকটাই কেটে গেছে। পাহাড়বাসী মেনে নিয়েছেন। বাঙালিদের কিছু আপত্তি থাকলেও বাজে প্রতিক্রিয়া তাঁরা দেখাননি। পাহাড়ে সম্প্রীতি ফেরাতে সবাইকে কাজ করতে হবে। একই সঙ্গে সারাদেশের সম্প্রীতি বজায় রাখার কথাও বলতে হবে। শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'পাহাড়ে সম্প্রীতি' শীর্ষক সম্প্রীতি বাংলাদেশের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, 'পাহাড়ে শান্তি নষ্টের জন্য দায়ী সামরিক শাসকরা। শান্তিচুক্তির পরে সেখানে পাহাড়ি ও বাঙালি সমস্যা আগের মতো নেই। তবে স্থানীয় জাতিগোষ্ঠীর মধ্যে সমস্যা রয়েছে।' তিনি বলেন, 'অতীতে সব সামরিক সরকার উলফাসহ সীমান্তের সন্ত্রাসীদের পাহাড়ে প্রশ্রয় দিয়েছে। এখন কিছু জঙ্গি সংগঠন আস্তানা গেড়েছে। এর পেছনে কারা আছে, সবাই জানে। জিয়াউর রহমান সব খুনিকে একসঙ্গে পাহাড়ে আশ্রয় দেন, যে কারণে এখনও অশান্তি দেখা যায়।'
অধ্যাপক আব্দুল মান্নান বলেন, 'পাহাড়ে জমি-সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যা অনেকাংশে মিটে গেছে। আজ শুধু পাহাড়ে নয়, আমাদের সবার দেশের সম্প্রীতির কথা বলা উচিত।'
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, 'শান্তিচুক্তির কারণে পাহাড়ের রাজনীতি প্রকাশ্যে এসেছে। পাহাড়ের শান্তি ফেরাতে শুধু সরকার কিংবা সেনাবাহিনীর ওপর নির্ভর থাকলে হবে না। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com