মানব পাচার চক্রের হোতাসহ ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০২ ডিসেম্বর ২২ । ২১:১১ | আপডেট: ০২ ডিসেম্বর ২২ । ২১:১১

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

সৌদি আরবে মানব পাচার চক্রের অন্যতম হোতা জাহাঙ্গীর হোসেনসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাজধানীর কদমতলী এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাদের গ্রেপ্তার করে। জাহাঙ্গীরের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সে ঢাকার কদমতলীর দনিয়ায় থাকত। গ্রেপ্তার অন্য সদস্য হলো রংপুরের মিঠাপুকুরের লিপিয়ার হোসেন। সে ফকিরাপুলে থাকত।

র‌্যাব-৩ এর গণমাধ্যম কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তারদের জনশক্তি রপ্তানির লাইসেন্স নেই। মানব পাচার ও জিম্মি করে মুক্তিপণ দাবির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। সে জানায়, সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

তারা ভুক্তভোগীদের সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, বিনামূল্যে থাকা-খাওয়াসহ নানা প্রলোভন দেখাত। চক্রটি সহযোগীদের মাধ্যমে তাঁদের জিম্মি করে শারীরিক-মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করত।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com