দেশে ডলারসংকট নয়, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২২ । ১৫:১৭ | আপডেট: ০৩ ডিসেম্বর ২২ । ১৬:৫৪

 সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টাকা থাকলেই অপচয় করা যাবে না, দেশে ডলারসংকট নয়, ঘাটতি আছে। তবে নতুন বছরের মার্চ কিংবা এপ্রিল থেকে দেশে ডলারের ঘাটতি থাকবে না।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে দুইদিনব্যাপী আয়োজিত কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিনমাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরও কমবে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী, ক্রীড়া সংস্থার কুস্তি কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল নোমান প্রমুখ।

দুই দিনের কুস্তি প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর,  তাহিরপুর,  জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার ৫ টি টিম অংশগ্রহণ করেছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com