১০ ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা যুক্তরাজ্যের

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২২ । ২০:৪৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২২ । ২৩:০৭

কূটনৈতিক প্রতিবেদক

প্রতীকী ছবি

আসন্ন ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য। সেই সঙ্গে সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটি।

মঙ্গলবার ব্রিটিশ সরকারের ফরেন ট্রাভেল অ্যাডভাইজরিতে যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকায় সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে।

এই সতর্ক বার্তায় ১০ ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন শৃঙ্খলাবাহিনীর সংঘাতেরও আশঙ্কার কথাও উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের রাজনৈতিক র‌্যালি, সমাবেশ ও বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com