ইউটিউবারকে পেটালেন ক্যামেরুনের ইতো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২২ । ০৯:৩০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২২ । ০৯:৩১

স্পোর্টস ডেস্ক

স্যামুয়েল ইতো- ক্যামেরুন ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি

ঘটনার সূত্রপাত সোমবার ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া ম্যাচের পর। স্টেডিয়াম ৯৭৪'র বাইরের অংশে হেঁটে যাচ্ছিলেন ক্যামেরুনের সাবেক ফুটবলার স্যামুয়েল ইতো। দেশটির ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি ও বার্সেলোনার সাবেক এ স্ট্রাইকারকে দেখে ছবি তুলতে আসেন বেশ কয়েকজন ভক্ত। তাদের দাবি মিটিয়ে কিছুদূর এগিয়ে যান ইতো। 

পুরো সময় তাকে ভিডিও করা এক ব্যক্তির দিকে উত্তেজিত অবস্থায় তেড়ে যান সাবেক এ ফুটবলার। তাকে আটকানোর জন্য এগিয়ে আসেন অনেকে। ইতোর এমন আচরণ দেখে কিছু একটা বলতে থাকেন ওই ব্যক্তি। তাতে ক্ষুব্ধ হয়ে বাধা টপকে লাথি মেরে ওই ব্যক্তিকে ফেলে দেন ইতো। এমন ঘটনার ভিডিওটি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতো যাকে পিটিয়েছেন তিনি আলজেরিয়ার একজন ইউটিউবার। ইতোর প্রতি আলজেরিয়ানদের ক্ষুব্ধ হওয়ার কারণ অন্যটি। বিশ্বকাপ বাছাইয়ে ক্যামেরুনের কাছে আলজেরিয়ার হারের পেছনে ইতোর হাত রয়েছে বলে দাবি করে আসছেন আলজেরিয়ার ফুটবলপ্রেমীরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com