
ফের হাসপাতালে সোহেল রানা
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২২ । ১২:৩৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২২ । ১২:৪৬
বিনোদন প্রতিবেদক

সোহেল রানা
ইউরিনে ইনফেকশন সমস্যায় ভোগছেন বরেণ্য অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। চিকিৎসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার ছেলে আরেক অভিনেতা মাশরুর পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফেরেন এ অভিনেতা। মাস পেরোনোর আগেই ফের হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।
এর আগে সোহেল রানার চোখের ভুল চিকিৎসার অভিযোগ তুলেন মাশরুর পারভেজ। সে সময় তিনি জানান, ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে সোহেল রানার চোখের সার্জারি হয়। এতে সুস্থতার বদলে জটিলতা দেখা দেয়। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
সোহেল রানা একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com