উত্তর চট্টগ্রামসহ তিন জেলায় আকস্মিক পরিবহন ধর্মঘট, অর্ধবেলা পর প্রত্যাহার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২২ । ২০:০০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২২ । ২০:০০

চট্টগ্রাম ব্যুরো

উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল থেকে আকস্মিক পরিবহন ধর্মঘট ডাকেন মালিকেরা। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা ১২ টার দিকে ধর্মঘট স্থগিত করা হয়। গণহারে পুলিশ কতৃর্ক গাড়ি রিক্যুইজিশনের প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকরা এই ধর্মঘট পালন করে। তবে অর্ধবেলা ধর্মঘট পালনের পর এসব এলাকায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। 

পরিবহন ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুর আলম মঞ্জু বৃহস্পতিবার সন্ধ্যায় সমকালকে বলেন, 'বুধবার কক্সবাজারে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভার জন্য চট্টগ্রাম থেকে গণহারে গাড়ি রিক্যুইজিশন করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে কক্সবাজারে চলাচলে একটি বাসের অন্তত ১০ হাজার টাকার জ্বালানি তেল লাগে। এরসঙ্গে পরিবহন শ্রমিকদের বেতন ও খাবার-দাবারের বিষয়টি তো রয়েছেই। কিন্তু কক্সবাজার জেলার পুলিশ সুপার প্রতিটি বাসের জন্য পাঁচ হাজার টাকা

করে দিয়েছেন। এই টাকাও ঠিকমতো পাওয়া যায়নি। তাই গাড়ি রিক্যুইজিশন বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে।'

এদিকে ধর্মঘটের কারণে উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সড়কে যাত্রীদের বিপাকে পড়তে হয়। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

ধর্মঘটের কারণে মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন পুলিশের চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন। পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেন পরিবহন মালিক-শ্রমিকরা। সমকালের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন মালিক নেতা মনজুর আলম। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com