
মৃত্যুর কাছে হার মানল সড়ক দুর্ঘটনায় আহত আনিছুরও
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২২ । ২১:৪২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২২ । ২১:৪২
পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মো. শাকিল নামে এক শিক্ষার্থী নিহত হয়। এর ছয় দিন পর চলে গেল তার বন্ধু আনিছুর রহমানও। বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আনিছুর (১৮) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাপাড়ার চান মিয়ার ছেলে।
নিহতদের পরিবার জানায়, ২ ডিসেম্বর দুপুরে মোটরসাইকেলে করে দুই বন্ধু শাকিল ও আনিছুর ঘোড়াশালে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে ঘোড়াশাল-পলাশ সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড কারখানার সামনে তাদের চাপা দেয় প্রাণ আরএফএলের একটি কার্ভাডভ্যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। এ সময় আনিছুরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তাকেও বাঁচানো গেল না।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com