
পদাবলি
ব্যর্থ কবিতা
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বঙ্গ রাখাল
একদিন জেনে যাবে সব
পিছনে ফিরে গিয়ে পড়বে- ব্যর্থতার কবিতা
দ্বিধাহীন সব গল্প আসবে সামনে
অদৃশ্যের ঘড়িও
হয়তোবা
বাজাবে ঘণ্টাধ্বনি।
এই রাতের আঁধারেই নির্মিত হবে
ব্যর্থ জীবনের নাটক
জাপটে ধরবে স্ত্রী-পুত্র-মেয়ে
ভিজে উঠবে চোখ- খুলে যাবে পোশাক
নিচ থেকে
খসে খসে
পড়বে চেয়ার।
আসুন, আসর গরম করে বসি
আর সৃষ্টি করি ব্যর্থ কবিতা।
পিছনে ফিরে গিয়ে পড়বে- ব্যর্থতার কবিতা
দ্বিধাহীন সব গল্প আসবে সামনে
অদৃশ্যের ঘড়িও
হয়তোবা
বাজাবে ঘণ্টাধ্বনি।
এই রাতের আঁধারেই নির্মিত হবে
ব্যর্থ জীবনের নাটক
জাপটে ধরবে স্ত্রী-পুত্র-মেয়ে
ভিজে উঠবে চোখ- খুলে যাবে পোশাক
নিচ থেকে
খসে খসে
পড়বে চেয়ার।
আসুন, আসর গরম করে বসি
আর সৃষ্টি করি ব্যর্থ কবিতা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com