
ঘরে ঝুলছিল মা, বিছানায় দুই সন্তানের লাশ
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২২ । ০১:১৯ | আপডেট: ০৯ ডিসেম্বর ২২ । ০১:১৯
সমকাল প্রতিবেদক

ঢাকার হাজারীবাগের একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রায়েরবাজার গদিঘর এলাকার একটি ঘরের দরজা ভেঙে লাশগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সময় হাসিনার স্বামী সাদ্দাম হোসেন এবং তাদের আরেক ছেলে সালমান হোসেন (৮) বাইরে ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে হাজারীবাগ থানা পুলিশ জানায়, রায়েরবাজার গদিঘর এলাকার একটি বাড়ির তৃতীয়তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন সাদ্দাম হোসেন। তিনি ভাড়ায় গাড়ি চালান। বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে এসে স্ত্রীকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। আর সাদিয়া ও সিয়াম অচেতন অবস্থায় বিছানায় পড়েছিল। সাদিয়া জীবিত আছে ভেবে সাদ্দাম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ওসি সাইদুল হক ভূইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্তানদের হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে কেন, কীভাবে তিনি তাদের হত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com